(১)
আর থাকবনা এথায় আমি
চলে যাব মোর জন্মভূমি
(২)
হেথায় গিয়ে মাতব কাবাডি খেলায়
জীবন ভাসবে সুখের ভেলায়
ভোর- সকালে খাব খেজুরের পায়েস
জীবনে আনন্দের কোন থাকবেনা শেষ
ঘুম থেকে উঠে শুনব পাখির গান
আনন্দ হবে এক অসীম সমান
এভাবে কাটবে দিন বইবে সুখ- ঝড়
জীবন হয়ে উঠবে এক সুখ আলয়।
(৩)
আর থাকবনা এথায় আমি
চলে যাব মোর জন্মভূমি

Add to favorites
478 views