জীবনচক্র ৩ -
এইচ বি রিতা
Published on: জুন 25, 2013
একজন মা রাতভর তার অসুস্থ্য সন্তানের পাশে এক পায়ে দাঁড়িয়ে। ছেলে বমি করছে! মা গ্লভ্স পড়ার কথা ভুলে যায়! দু’হাতে বমি কেচে ঘর জীবানুমুক্ত করে। আবার হরহর করে ছেলের বমি এসে পরে গায়ে, মা ভুলে যায় ছোঁয়াছে জীবানুর কথা। সন্তানের বমি পরিস্কার করতে করতে রাত পার হয়!
নির্ঘুম মা নিজের অসুস্থ্যতার কথা চেপে যায়!
প্রবাহমান সময়ের ধারায় একদিন মা বৃদ্ধা হয়। সন্তান তখন যৌবনপ্রাপ্ত! ভালবাসায় তৈরী হয় বিভাযন।
জীবন সঙীনী প্রেয়সীর প্রতি ভালবাসার অরুন্ধতী স্তবক বিশ্লেষনে যুবক রাতভর সেবা দিয়ে যায় অনড়।প্রেয়সী ভাবে, এ কোন রাজটিকা কপালে জন্ম আমার!
সেই একি সেবা যখন মায়ের ভাগে পড়ে, নারী কপাল কুঁচকে বলে,
“ মা’ই তার সব! আমি কে তার !”
নারী তুমি কখনো মমতাময়ী, কখনো বড় স্বার্থপর!
মা নুঁইয়ে পরে বয়সের ভারে। রাতভর নির্ঘুম শুন্যতায় বুক হাতরে মরে। ছেলে বলে বয়স হয়েছে! সেবা শুশ্রুসায় দাসী নিয়োগ করে!
ভুলে যায় ছেলে কত যাতনা সয়ে মা নিরাপত্তা দিযেছে ছেলেবেলায়..ভুলে যায় কত রাত নির্ঘুম জেগে ছিল মা তার পাশে।
প্রেয়সীর ভাগে যায় অবশিষ্ট যা, মা রয়ে যায় অবহেলায়।
পুরুষ তুমি চিরকালই নিষ্ঠুর, স্বার্থপর, বর্বর! তুমি ব্যবধান করতে জাননা দুইয়ের ভিতর।
http://drkevil.com/home/jibonchokro-3/

Add to favorites
1,594 views