“জীবন জীবিকা”। -
রুপক চৌধুরী
Published on: অক্টোবর 8, 2017
জীবনের বিচিত্রিত পথে চলছে ছুটে জীবিকার ট্রাম,
ঝিনুকের হৃদমাঝে লুকানো মুক্তার মতো,
জীবন রেখেছে ধরে মহাকালের অন্তরে,
জীবিকার অলিখিত সংবিধান ।
হাসি কান্নার বর্ণীল রঙ্গমঞ্চ ছেদ করে,
হিম জমা স্তব্ধ ভোর,অথবা দুর্দান্ত
গ্রীষ্মের অগ্নি দাবানলে,
থাক বৈরী সময়ের নগ্ন হাতছানি,নয়তো,
ফুলের ফাগুনে রাঙ্গা প্রকৃতির বাসন্তী আহ্বান,
জীবনের কক্ষপথে বেজে যায়,
জীবিকার বারমাসি গান ।
তারপর একদিন সূর্য ছুঁয়ে গেলে শিশিরের লাবণ্যতা,
জীবন মিলিয়ে যাবে,
ক্লান্তির ছাপ রেখে কামনার উলঙ্গ বুকে,
মিটে যাবে রাত্রির লেনদেন,
ঝরা শিউলির ঠোঁটে রেখেছিল এতদিন
সে যত শুভ্রতার কষ্টিউম ।
পরিশেষে, জীবিকাও ঝাঁপ দেবে
জীবনের চিতায়,
সহমরণের প্রাঞ্জল সুখে ।

Add to favorites
1,679 views