জুথি একটি নদীর নাম -
তরুন ইউসুফ
Published on: জানুয়ারী 29, 2021
আমি তোমার জন্য ভাঙি
তুমি আমার জন্য ভাঙো
আমরা ক্ষয় হই
ক্ষয় হতে হতে চলি
শুষ্কতাকে বরণ করে
ভিজিয়ে দেই দুপাশের শষ্য ক্ষেত
আদিগন্ত জীবন!
জন্মের ঋণে সবাই তো ঋণী
তবু তার দায় নেয় কয়জন?
তুমি ও আমি
জীবনের দায় নিয়ে
জড়িয়ে চলি সমান্তরাল
আমাদের স্বাপ্নিক ক্ষয় থেকে
বিচ্ছুরিত আলো নিয়ে
পথ চিনে নেয় কতজন!
নদী হলে পথ ভুল হয় না
আলো বা আঁধার হোক
বুক পেতে থাকে সমুদ্র
জুথি, তুমি একটি নদীর নাম
আমি একটি নদীর নাম
আমাদের সামনে সমুদ্র
চলো আমাদের মুক্তি এভাবেই

Add to favorites
637 views