টের পাচ্ছি -
এইচ বি রিতা
Published on: মে 31, 2014
চোখের ভিতর কষ্ট নড়ে উঠে
বুকের ভাঁজে একটি নক্ষত্র খশে পড়ে।
টের পাচ্ছি, কিছু একটা হাড়িয়ে যাচ্ছে..
ঠিক যেমন ছোট বেলার কাপরের পুতুল
বইয়ের ভাঁজে লুকিয়ে রাখা প্রথম চিঠি।
টের পাচ্ছি, কিছু একটা উড়ে যাচ্ছে
দক্ষিনা বাতাসে ষোড়শীর সর্বনাশা চুল
কিংবা নীলাকাশ থেকে একটি উজ্জ্বল নক্ষত্র
কিছু একটা উড়ে যাচ্ছে!
এক ফুটা চোখের জলে নোনা বিস্বাদ
কদমের ঘ্রাণ ভেজা মাটির আমিষ গন্ধ
পৃথিবীর জমিনে হেঁটে হেঁটে
যারজ ভালবাসার চাষ
সব কিছু ছুটে যাচ্ছে।
টের পাচ্ছি, কিছু একটা ভেসে যাচ্ছে।