ডকুমেন্ট -
রুপক চৌধুরী
Published on: মার্চ 17, 2021
বানরের গলায় মুক্তার মালা দিল দাঁড়কাক,
আড়াল থেকে তার কিছু স্থিরচিত্র
তুলে নিল কৌশলী শৃগাল,
আদতে শেয়াল আর বানর এক গোয়ালের গরু,
কিছুদিন পরে মালার মূল্যে বায়োস্কোপ দেখে তারা,
শেষে আরো কিছু সোনা দানা চাই তাদের,
আর দাঁড়কাককে দেখায় ডকুমেন্টের আফিম,
কাকটা মূলত রেপিষ্ট ছিল না,
দু-একটা গাছ উপড়ে গেলেও বন
অক্ষত থাকে আচম্বিত তুফানে,
দাঁড়কাকের দৃঢ়তা দেখে,
তাকে সন্ন্যাস নয় গৃহী হবার তাগিদ
দেয় নবীন গাধা।
চাতুরতা ছাড়া মোক্ষ মেলে না হরিনীর অন্তপুরে।

Add to favorites
362 views