ডার্ক এভিলকে লিখা মৃন্ময়ের চিঠি -
এইচ বি রিতা
Published on: মার্চ 1, 2015
মাঝে মাঝে নিজেকে আর মানাতে পাড়ি না। অধৈর্য হয়ে যাই নিজের অজান্তেই। আমি পড়ে থাকতে আসি নি। আমি চলমান। কেউ হেয় করলে মন সাঁয় দেয় না সেখানে। মনে হয় ছুটে পালাই বহু দূরে। আমার মায়া হয় না কারো প্রতি। হয় ভালোবাসি নয়তো ছুঁড়ে ফেলি। পিছুটান আমার কখনো ছিল না। এখন আছে। সূচনার কয়েকটা লাইন এখনো কানে বাজে। কি যেন একটা নিষ্পাপ ছোঁয়ার অনুভূতি, অসহায়ত্ব, ভালোবাসার কিছু অবুঝ প্রতিশ্রুতি, কান্নায় ভেজা নিষ্পাপ একটা কণ্ঠ, আমাকে উজার করে দেওয়া তার পৃথিবীর সব ভালোবাসা, অগাধ ভক্তি আর বিশ্বাস…।।
হেরে যাই বার বার। পালতে গিয়েও পালাতে পাড়ি না। মৃন্ময়ী অনেক বেশী ইচ্ছে করে আগের মত তোমার ভালোবাসার ভরা নদে ডুবসাঁতারে মত্ত থাকতে। অনেক বেশী ইচ্ছে করে মাছ ধরার নামে সেই তোমার ভালোবাসার ভরা নদে সময় কাঁটাতে।
______মৃণ্ময়

Add to favorites
1,539 views