একটি মেয়ের গল্প -
এইচ বি রিতা
Published on: জুলাই 28, 2016
মেয়েটির গল্পটি বলতে চেয়েছিলাম গতরাতে
হঠাৎ তিতকুটে আক্রোশে শব্দেরা থেমে গেল!
ঠকঠক হাতুড়ীর শব্দে তখন বুকের ভিতর ভাঙ্গা গড়ার খেলা,
কানের সন্নিকটে পাষন্ড সামুদ্রিক গর্জন
পাতাল নাগিনী ফুঁসে উঠে অদূরে,
দেখি গাল গড়িয়ে নোনাজলেরা ছুঁয়ে যায় নীল ঠোট
অনাকাঙ্ক্ষিত আঁধারে অমিমাংসিত কষ্টের বসতি;
মেয়েটির গল্পটি আর বলা হয়না!
আয়নাঘরের বাতিটি নিভু নিভু সারা রাত্রি
বুকে পুষে কীটপতঙ্গ পচে গলে আঁশটে দুর্গন্ধ
ভুলের মাশুলে ডজন খানেক কষ্টমোহর; হ্নদবৃন্তে
ক্ষনে ক্ষনে নীল হতে কালো খয়েরী, মধ্যরাতের গোঙ্গানি
মেয়েটি বুকে পুষে মৃত্যু উপত্যকা; এক নয়,অগনিত
মেয়েটির গল্পটি বলতে চেয়েছিলাম গতরাতে;
শেষে, আঁধারেও দেখি নীল জ্বোনাকী পোকা!
ঘরের ভিতর কত-শত দেয়াল
প্রতিবিম্ব এদিক-ওদিক,জলজ সংসারের বেহুদা মায়া
কষ্টের গতর নিংড়ে কষ্টগুলো ছুড়ে ফেলে মেঝেয়
মেয়েটি তখনো জানতোনা কষ্টেরা প্রজনন ক্ষমতাধারী,
রহস্যময় অভিমানের নিদারুন প্রতারনায়;
প্রাণের উত্তাপ ছেড়ে দিয়ে ফুঁপিয়ে কাঁদে সরলতা!
আয়নাঘরে তখনো একাকীত্ব, প্রশ্নবিদ্ধ অনুতাপে কাকে খোজে?
মেয়েটির গল্পটি বলতে চেয়েছিলাম গতরাতে;
শেষে দেখি সবুজ অরণ্য ভেসে যায় নীলাজলে!
ক্রমশ কাঁচ ভাঙ্গনের ঝুরঝুর শব্দ,
অন্ধকার দখল নেয় দেহ মৃত্তিকায়; ওপাড়ে উড়ে যায় সাদা বকের সারি
বুকের শীতল দিঘীতে গুটি কয়েক শুকনো পালক, নিতান্তই অবহেলায়
ফুঁসফুঁস ফুটো করে বাতাস ঢুকে পরে অবলীলায়, তবু
ধুলী জমা মলাট বাঁধা বইটা ছুড়ে ফেলতেই মায়াবতী লুটিয়ে পরে জমিনে
মেয়েটির গল্পটি বলতে চেয়েছিলাম গতরাতে;
দেখি আচানক মৃত্যু এসে লুকায় চোখের কোণে!

Add to favorites
3,287 views