তীব্র আকাঙ্ক্ষা -
এইচ বি রিতা
Published on: জুন 6, 2014
আমি পৃথিবীর সব মৃত্যুশায়ী অসাড় কংকাল গুলোকে কুঁড়াতে চাই
তাই টাকা চাই আমার অনেক টাকা চাই।
অনেক অনেক কাড়ি কাড়ি পাহাড় সমান টাকা
যদি টাকায় ঘুরে অলিখিত অভাবীর ভাগ্যের চাকা
কে বলে টাকার লোভ বড় লোভ?
কে শুনায় মিথ্যের গল্পঝুড়ি?
টাকায় আনে মনের অসুখ, বাড়ায় লালসা
কে বলে টাকার প্রয়োজন নেই?
আমি টাকা চাই
পাহাড় সমান, সাগর পরিমান, কোষাগার ভর্তি টাকা চাই
ওই দেখো ওখানে
বিধবা আজ টাকার অভাবে
সতিত্ব বেঁচে জাত স্বভাবে,
যৌতুক নিয়েছে কেড়ে শায়লার হাসি
অতঃপর মুক্তোর হার নয়, গলায় ফাঁশি
অভ্র দেখো হাসেনা আর, ঝিমিয়ে পরেছে আখি
যক্ষা এসেছে নাড়ী ছিড়ে, মস্তিষ্কের ক্ষয় শুধু বাকি
রক্তাক্ত আয়ু,বিশ্বাস হয়ে মিশে নিশ্বাসে
শরীরের অবধারিত পরাজয় অবশেষে!
টাকার কাছে হেরে যায় প্রাণ
ভিক্ষার থালা হাতে রাজপথে
কত শত শকুনের দল খুবলে খায় আত্বসন্মান
ওরা মৃত্যুর আগে বহুবার মরে।
টাকা চাই। আরো চাই। অঢেল পরিমান টাকা
টাকায় দেখি বাঁচে প্রাণ টাকায় ফুঁটে মা এর মুখে হাসি
টাকায় এনে দেয় কিশোরীর সতিত্ব
মুক্ত স্বাধীন হয় পরাধীনতায় আঁটকা দাসী।
পথের ধারে চটের ছালা গায়ে, লাইটপোস্টের আলোয় রাতুল পড়ে
টাকার অভাবে অভাগা মা তার ছেলের ভাগ্যে অন্ধকার ছুড়ে
কে বলে টাকায় আনে অসুখ টাকায় যত পাপ, যত লোভ
টাকা চাই আমি ঘর ভর্তি টাকা; টাকায় আমার যত ক্ষোভ।

Add to favorites
674 views