তুমি আমার মা। ## মিনা -
Kolpona mina
Published on: মে 14, 2020
মাগো তুমি কতো কষ্ট করে আমায় গর্ভে করেছো ধারণ
তুমি আমার জন্মদাত্রী তুমি আমার মা
তুমি ছাড়া মাগো পৃথিবীর মুখ দেখতে পেতাম না
কতো কষ্ট ব্যথা সহ্য করে মা তুমি করলে আমায় ভূমিষ্ঠ
তিলে তিলে তুমি আমায় করলে লালন পালন
তোমার কাছে আমি চির ঋণী মা
তোমার ঋণ কোনোদিন শোধ হবে না ।
কত যত্ন করে আমায় করেছো তুমি বড়
আজও তুমি মা আমায় কতো আদর করো
বললাম আমি মাগো তুমি আর করোনা চিন্তা
দেখো তোমার ছোট্ট মেয়েটি আজ হয়েছি বড়
মা বললেন আমার কাছে এখনও তুমি সেই ছোট্ট সোনামনি
আয়রে আমার সোনামনি আয় আমার কাছে
তোমার বুকে মাথা গুঁজে লেপ্টে থাকি সুখে
জানো মা আমার এখনো মনে পড়ে তোমার ঘুম পাড়ানি গান
তোমার কোলে মাথা রেখে জুড়ায় আমার প্রাণ।
কেমন করো দাও মা তুমি এতো ভালোবাসা
তুমি আমার বেচেঁ থাকার একমাত্র আশা
কখনও যদি মা কষ্ট দিয়ে থাকি তোমায়
ক্ষমা করে দিও আমায়
ত্রিভুবনে তোমার চেয়ে আপন কেহ নাই
সারাজীবন মাগো তোমার আঁচলে দিও ঠাঁই।
শত কষ্টের পরেও মা হাসতে জানো তুমি
কতো অসুস্থতা নিয়েও মাগো দিব্যি চলছ তুমি
তুমি আমার চোখে দেখা শ্রেষ্ঠ নারী
তুমি আমার চোখে দেখা শ্রেষ্ঠ মা।

Add to favorites
1,224 views