তুমি আর কবিতা।____রুপক চৌধুরী। -
রুপক চৌধুরী
Published on: ডিসেম্বর 12, 2015
তুমি আর কবিতা,
এ যেন একটি রাষ্ট্রের মৌলিক
উপাদান সমূহের সমন্বয়,
সরকার,নির্দিষ্ট ভূখণ্ড, জনসমষ্টি আর
সার্বভৌমত্ব,
যাদের একটিকে বাদ
দিলেরাষ্ট্র হারায় তার কুমারিত্ব,
তেমনি তোমাকে ছাড়াওকবিতা
হারায় বুঝি তার সতীত্ব।
যখন রাষ্ট্র কে নিয়ে কবিতা পড়ি
সেখানে তুমি দেশমাতা,
যুদ্ধের কাব্যে যখন চোখ বুলাই
সেখানে তুমি ভয়ংকরী বুলেট,
দ্রোহের কবিতায়হয়ে আছো তুমি
বজ্রকন্ঠী স্বরের উল্লেখ,
বৃক্ষকে নিয়ে কবিতা পড়েছি সেখানে
তুমি তারছায়া দেয়া পাতা,
বর্ষাকে নিয়ে লেখা সেই কবিতায়
তুমি তার মূষল বৃষ্টির ধারা,
কদমের ঘ্রানের আতর ছিটানো
তুমি জলমাখা স্বপ্নের ধরা।
ফুলকে নিয়ে পড়া সে কাব্যে তুমি
ছিলে তার সৌরভ,
যে কলম লিখেছে সত্যের ঠিকুজি
সেথায় তুমি তার গৌরব।
নদীকে ভালোবেসে যে কবিতা:
লিখেছে কবি,সেখানও তুমিকূল গড়া
নয়তো কূল ভাঙ্গা ঢেউ,
প্রেমের কবিতায় তুমি শুধু তুমি সেই
রাজ্যে তুমি বিনা আর নেই কেউ।
বিরহীর কাব্যেও তুমি,
কবিরে দিয়েছ কত ভাবের রাজ,
সর্বনাশ করে ও প্রেমিকের তুমি সদা
পর বিরহীর হৃদয়ের তাজ।
শান্তির কবিতা লেখা হয় যবে তুমি
সেখানে শুভ্র পায়রা,
স্বপ্নকে সাজানো ছন্দের
মাধুরীতেতোমারি মাথায় থাকে
তার টায়রা,
যখনি ভাবি লেখব একটা কবিতা,
যেখানে হবে না তোমার স্থান,
কোন শুস্ক ভূমিতে ফুল ফুটিয়ে
নিজেই নিজে গাইব স্বপ্নের গান,
সে হবে শুধু আমারি কবিতা,
সেখানেও তুমি আমারে স্বপ্নে চুমি,
মোর কবিতার আকাশে,
জ্বেলে য়াও তোমার খেয়ালীর
সবিতা।
তোমাকে ছাড়া কি কবিতা হয় না?
নোয়াখালী, 10/06/15.

Add to favorites
1,629 views