তুমি কবিতা -
আলীমুশ্বান সাইমুন
Published on: এপ্রিল 1, 2017
তুমি শেষ বিকেলের কবিতা
তুমি আমার হৃদয়ের আয়না ,
যত পথ করেছি ভ্রমণ
তোমার মতো কাউকে খুঁজে পাইনা।
তুমি শীতের সকালে মৃদু রোদেলা
তুমি বাংলার কৃষাণীর হেমন্তের হাওয়া ,
তোমার রূপের ঝলকে
প্রকৃতি ও লজ্জায় তার মুখ তুলেনা ।
তুমি পদ্মা যমুনার শান্ত স্রোত ধারা
তুমি সকালের পাখি ঘুম ভাঙ্গা
সৃষ্টিকর্তা সাজিয়েছেন তোমাকে
তুমি নিজেই তোমার নিজ তুলনা।

Add to favorites
1,684 views