তুমি চলে যাবার পর -
Ariful Islam
Published on: জুলাই 22, 2020
তুমি চলে যাবার পর
আরিফুল ইসলাম
তুমি চলে যাবার পর কেটে গেছে অনেকটা সময়
জীবন স্বাভাবিক হতে শুরু করেছে সাধারণ নিয়মে
কিছু পাগলামি ছেলেমানুষী চঞ্চলতা ছিল শুরু থেকেই
সবকিছু থেকে সরিয়ে রেখেছি নিজেকে
জানো কি এখন আর কারো জন্য অপেক্ষা করতে হয় না
একা মানুষের হাজারো লোকের ভীড়ে কষ্ট কম
রাত্রি দ্বিপ্রহরে কারো জন্য ঘুম ভাঙে না
একা একা পথ চলতে শিখেছি আমি আর
সেদিন রাস্তায় তোমাকে দেখে ভারমুক্ত হয়েছি
নষ্ট হয়েছে অনুভূতি নষ্ট হয়নি প্রেম
যত্ন করে পানিতে ডুবিয়ে দিও প্রেমের সমাধি
এভাবেই ধুয়ে মুছে অন্যর কাছে অমরত্ব লাভ করবে প্রেম।

Add to favorites
636 views