তুমি জাগ্রত হও -
ইথার
Published on: ডিসেম্বর 29, 2015
কে করবে সময়ের বিচার?
বেরসিক ষোলকলার হারমোনিয়ামে
কম্পিত আঙ্গুল শুধু খুঁজে
সারেগামার ইতিহাস।
দেমাগী সন্ধ্যায় সুরহারা উচ্চাঙ্গ সঙ্গীত শুনে
পোষমানা শ্বেত পায়রা কখনো ফিরে আসেনা চৌখুপির ভেতর।
মাংসের গন্ধ শুঁকে বসনের নিচে লুকায় নিরাপত্তাহীন রাত,
পাঠের তৃষ্ণায় কেবল মুখস্ত হয় শরীরের ভাষা,
কিন্তু মূর্তিমতী দেহ চায় সিদ্ধিলাভ!
নারী,তুমি জাগ্রত হও!
নিঃশ্বাসের ছন্দে আমি বাজাবো গিটার।
ভ্রাম্যমানতায় তুমি নিজেকে বিন্যস্ত করেছো জ্যামিতিক পাতায়
নিঃশব্দে গড়ে তুলেছো আলোকময় বৃত্ত,
যার কেন্দ্রে আছে তোমার পবিত্র সত্তা।
যদি কোনদিন মাছেদের স্বপ্ন দেখে জেগে ওঠে সমুদ্র
আর তা যদি কখনো ফিরিয়ে দেয় তোমার জলজ যৌবন
তবে গন্ধরাজের মাতাল নেশায় দেখে নিও বাতাসের সহবাস।
নিমেষেই হৃৎস্পন্দন ফিরে পাবে দেউলিয়া নক্ষত্রের ভীড়ে…..

Add to favorites
724 views