তুমি -
এইচ বি রিতা
Published on: মে 17, 2013
তোমার উন্মুক্ত দেহের চাইতে,
ভয়ংকর কিছু কি আছে?
সৌন্দর্য এত ভয়ংকর হয়!
তোমার সৌন্দর্য আমার বুকে জ্বালা ধরায়।
আমার সবল চিত্তকে দুর্বল করে দেয়।
তোমার চিকন কোমর,
আমায় আঁকা-বাঁকা মেঠো পথের কথা স্মরণ করিয়ে দেয়।
তোমার ভরাট পুরো ঠোট,
আমায় চুম্বকের মত টানে।
তোমার রেশ্মী কালো চুলের ঝাপ্টা
আমায় ঘুমের রাজ্যে নিয়ে যায়।
তোমার নিঃশ্বাস,
সমদ্রের গর্জন হয়ে কানে বাজে।
তোমার হেলে-দুলে হাটা,
যেন ফুলেরা সুবাস ছড়ায় প্রকৃতির কোলে।
তোমার আড় চোখে দেখা,
যেন ঊর্ধ্ব গগনে রংধনু সাত রং মেলে।
তুমার কোমরে রুপোর বিছা,
যেন শরতের আকাশে এক ফালি রোদের ঝলকানি।
আর তোমার উন্মুক্ত বক্ষে সুঠৌল প্যারিস টাওয়ার
আমার কামাতুর চোখে, লালসার প্রদীপ জেলে দেয়।
সৌন্দর্য এত ভয়ংকর হয়!
http://drkevil.com/home/tumi/

Add to favorites
3,719 views