তোমার জন্য -
আলী আহম্মেদ
Published on: সেপ্টেম্বর 2, 2018
আমি তোমার হাতটি ধরেই ভিজতে চেয়েছিলাম বৃষ্টিতে দিন ভর
তুমি নেই তাই মনে হঠাৎ বয়ে যায় তুমুল কালবোশেখি ঝড়!
আমি তোমাকে ছুঁয়ে দিবো বলে হেঁটে এসেছি বিস্তর পথ
আমি তোমাকে খুঁজতে গিয়ে হারিয়েছি আপন কক্ষপথ।
আমি তোমাকে দিবো তুলে এনেছিলাম হাজার কৃষ্ণচূড়া ফুল
আমি তোমাকে দেবো বলেও খুঁজে এনেছিলাম রঙিন কানের দুল।
আমি তোমাকে মালা গেঁথে দেবার জন্য কুড়িয়ে ছিলাম হাজার বকুল
আমি তোমাকে ছুঁয়ে দেবার জন্য হয়ে আছি ভীষণ আকুল।
আমি তোমাকে নিয়েই উড়বো বলে মেলেছিলাম ডানা
তুমিই আমাকে নিয়ে গেলে যে পথ আমার অচেনা।
“তোমার জন্য”
১৩ মে ২০১৮
আলী আহম্মেদ

Add to favorites
630 views