তোমার স্মৃতিতে আমি -
Abdur Rahim
Published on: জুন 7, 2020
তোমার স্মৃতিতে আমি।
হুম,একদিন ঠিকই হারিয়ে যাবো,
সেই দূর নীলিমায়।
হারিয়ে যাবো রক্তিম সকালে,
নতুবা, সূর্য ডোবা সন্ধায়।
হারিয়ে যাব এক পশলা মেঘ হয়ে,
আকাশের দূর সীমানায়।
হারিয়ে যাব তপ্ত রোদে পোড়া দুপুরে,
তোমার শহরের কোন এক রাস্তায়।
সেদিন তুমি তোমার শহরে আমাকেই শুধু খুঁজবে,
হারিয়ে ফেলার পরেই তুমি আমাকে বুজবে।
তোমার থেকে থাকব আমি দূর অজানায়,
চেয়ে চেয়ে দেখবে শুধু,
পারবে না ছুতে এই আমায়।
তুমি জ্যোৎস্না রাতে মায়াভরা চোখে
আকাশ পাণে চাইবে।
একলা বসে আনমনে
প্রিয় গানটি গাইবে।
হারিয়ে ফেলার পরেই তুমি
আমার ভালবাসা বুঝবে।
আর এভাবেই আমি সারাজীবন ধরে
তোমার স্মৃতিতে থাকবো।

Add to favorites
1,055 views