(১)
তোমার স্মৃতি আজও মালা গেঁথে দিবানিশি করে হাহাকার
তুমি ছিলে মোর সকল সুখের মূল উৎস,প্রেরণাদার
তোমার স্মৃতি আজও মালা গেঁথে দিবানিশি করে হাহাকার
(২)
তোমায় যদি না দিখতাম
মনে মনে কত খোঁজ আমি করিতাম
সারাক্ষণ দিশেহারা হয়ে রইতাম
তুমি কখন আসবে ওগো
দেবে দেখা আমাকে গো
আমি হব( হতাম) সুখী নির্ভার
তোমার স্মৃতি আজও মালা গেঁথে দিবানিশি করে হাহাকার।

Add to favorites
789 views