তোমায় খুঁজি -
Tondra Tabassum
Published on: অক্টোবর 16, 2017
অাকাশনীলে অামি তোমায় খুঁজি
অাকাশের অাড়ালে অাকাশ,
নীল অাকাশের বুকে,
সাদা কালো মেঘের ভার,
অাকাশপানে খুঁজতে গেলেই
মেঘেরা তোমায় অাড়াল করে ফেলে।
দুচোখে জমে জলের স্রোত
জলগুলো সব বাষ্প হয়ে,
হয়ে যায় শিশির
কষ্টের প্রকটে শিশিরগুলো
ঝড়ে পড়ে তুষার হয়ে,
অন্তরের দুরন্ত সাধনার
তুমি তারই দীর্ঘ পথ,
সেই পথে অামি তোমায় খুঁজতে
মেঘরেখার সাজানো পথ ধরে
অামি পাহাড়ে যাই,
যদি পাহাড়ের শীর্ষে উঠে
অামি “তোমায় খুঁজে পাই”
শীর্ষে উঠতে উঠতেই
তোমায় দেখার অাগেই
ঝর্ণার স্রোতেরা অামায়
ভাসিয়ে নিয়ে ফেলে সমুদ্রে,
সমুদ্রে যেতে যেতে সন্ধ্যা হয়ে
অন্ধকার নেমে অাসে।
অার যে তখন পাই না
অাকাশনীলে তোমায় খুঁজে
মন খারাপের ভীষণ ভারে
অান্তরীক্ষে ভেসে ওঠে রূপালী চাঁদ,
চাদঁ তার রূপালী অালো দিয়ে
অন্ধকার ধরণীকে সাজিয়ে তোলে
রূপালী অালোর অালোকসজ্জায়
অন্ধকার মিলিয়ে গেলেই
মহাসমুদ্র হয়ে ওঠে তখন
চাঁদেরই দখলী দর্পন,
সেই দর্পনেই অামি তোমায় খুঁজি,
অামি খুঁজি তোমারই প্রতিচ্ছবি
দৃষ্টি দিয়ে অামি তোমায় খুঁজি
তুমি এসো, তুমি এসো,
এই পথ গুলোতে
যে পথে অামি তোমায় খুঁজি।

Add to favorites
750 views