দর্শন -
আসাদুজ্জামান শাওন
Published on: অক্টোবর 12, 2017
দর্শন
আসাদুজ্জামান শাওন
—————————————
গল্পের মৃত্যু হয় গল্পের জন্মের কারণে
মৃত্যু-জন্ম-মৃত্যু
স্বর্গ-নরকগামী ট্রেন।
মূলত গল্পগুলো পৃথিবীকে রোজ বিলিয়নবার প্রদক্ষিণ করে,
কখনো উত্তর কিংবা দক্ষিণ মেরু।
ছড়িয়ে-ছিটিয়ে পড়ে – বিস্তৃর্ণ মাঠ-ঘাট
অরণ্য-লোকালয়ে;
ওরা ছিলো মানুষ
ওরা ছিলো প্রেমিক-প্রেমিকা।
প্রতি পূর্ণিমা রাতে মরে যেত বেশীরভাগ গল্পেরা
আর,প্রতি অমাবস্যায় জন্ম নিতো।
রাতভর মদ্যপান – পানশালায় চলছে কারো প্রেমিকার নগ্ন নৃত্য
শরীর বেয়ে নেমে আসা মদের বিন্দু ফোঁটা
ফোঁটাগুলো মরে যেতো নর্তকীর নাভীর গহীন অন্ধকারে।
ব্রোথেলের জানালায় ঝুলে আছে কারো প্রেমিকার ব্রেসিয়ার;
উন্মুক্ত বক্ষযুগল;নগ্ন বরফ রংয়ের শরীর,
সঙ্গম শেষে যিনি গল্প হলেন
তিনি ছিলেন কারো প্রেমিক।

Add to favorites
1,379 views