দুরের আকাশ -
Riyazul
Published on: ডিসেম্বর 10, 2017
‘দুরের আকাশ’
মোঃরিয়াজুল ইসলাম।
দুরের আকাশ আজ মেঘে ঢাকা
কিচিমিচি সব পাখিদের কলরব
আমি একেলা পথিক,
দুর বহু দুরে পথ হাটিতেছি
গ্রামের মেঠো পথে আঁকা-বাঁকা।
সোনার ধানে ভরেছে মাঠ
কৃষাণ-কৃষাণুরা ব্যাস্ত আজ
নতুন বধুর আগমনে,
দুয়ারে আজিকে চলেছে মেলা
সোনার ধান তুলতে খুলছে কপাট।
কত আশা বুকে তাদের রয়েছে জমা
কত কথা ডুকরে ডুকরে কেঁদে মরে
সময় দিচ্ছে তাড়া,
শীতের চাদর মুড়ে পথিক কয় কথা
তব ভুলে প্রিয়া কর মোরে ক্ষমা।
ডেকেছে বান,ক্ষেতের ফসল পাঁকা
রাক্ষসী আজ বেজায় বেড়েছে
ধ্বংস, জঙ্গ লীলা
ভাসাতে চাই সোনার ফসল
দুরের আকাশ আজ মেঘে ঢাকা।
একগ্রচিত্তে কাটছে কতক সময়
সোনার পালঙ্কে বুঝি আজ লেগেছে
কণ্টক ভরা মালা
শুনবে মিষ্টি মুখের কত শত কথা
সব কথা তবু পড়ে আছে জমায়।
ভয়ে ভয়ে কাটে কতক প্রহর
পানকৌড়ি আর রাখাল ছেলেরা
তাই ফিরছে ঘরে
করবে দুয়া স্রষ্টার দরবারে
হয়না যেন আজিকে কোন নহর।
ভাবতে ভাবতে বুঝি যায় বেলা
দুরের আকাশ আজ মেঘে ঢাকা
যে যার কর্মে ব্যস্ত
দু’চোখ জোড়া ফসলের মাঠে
আমি পথিক তবুও আজি একেলা।
বিঃদ্রঃকাল্পনিক কল্পনা।

Add to favorites
822 views