দৃষ্টি বিভ্রম -
এইচ বি রিতা
Published on: মে 1, 2019
আমি যদি আপনাকে নাইন এলাভেন এর অকল্পনীয় ট্রাজেডির কথা স্মরণ করিয়ে দিয়ে থাকি
যেখানে ইসলামীক হাইজ্যাকারদের হাতে তিন হাজার নিরপরাধ লোক নিহত হয়েছিল,
তবে ক্ষমা করবেন।
আমি যদি আপনাকে আব্দুল হাকিম মুহাম্মদকে স্মরণ করিয়ে দিয়ে থাকি
যিনি লিটল রক আরকানসাসের আর্মি রিক্রুটিং অফিসে আগুন ধরিয়ে
আপনার সৈন্যকে হত্যা করেছিল,
তবে ক্ষমা করবেন।
আমি যদি আপনাকে নিদাল হাসানের কথা স্মরণ করিয়ে দিয়ে থাকি
যিনি ফোর্টহুড টেক্সাসের সোলজার রেডিনেস প্রসেসিং সেন্টারে আগুন জ্বালিয়ে
আপনার তেরজন সহকর্মী সৈন্যকে হত্যা করেছিল,
তবে ক্ষমা করবেন।
আমি যদি আপনাকে ওমর মতিনের কথা স্মরণ করিয়ে দিয়ে থাকি
যিনি অরলান্ডো’র সমকামী নাইট ক্লাবে ঊনপঞ্চাশ জন লোককে হত্যা করেছিল,
তবে ক্ষমা করবেন।
আমি যদি আপনাকে সেই লোকটির কথা স্মরণ করিয়ে দিয়ে থাকি
যিনি ফিলাডেলফিয়াতে ইসলামের নামে একজন পুলিশ কর্মকর্তা তিন তিনবার গুলি করেছিল,
তবে ক্ষমা করবেন।
আমি যদি আপনাকে সৈয়দ রিজওয়ান ফারুক ও তার স্ত্রীকে স্মরণ করিয়ে দিয়ে থাকি
যারা সান বার্নাডিনোর একটি ক্রিসমাস পার্টিতে গুলি করে
চৌদ্দজন লোককে হত্যা করেছিল,
তবে ক্ষমা করবেন।
আমি যদি আপনাকে সেই লোকটির কথা স্মরণ করিয়ে দিয়ে থাকি
যিনি চ্যাটানোগার স্ট্রিপ মল ও নাভাল সেন্টার রিক্রুটিং সেন্টারে আত্মঘাতি হামলা করে
পাঁচজনকে উড়িয়ে দিয়েছিল,
তবে ক্ষমা করবেন।
আমি যদি আপনাকে ইসলামী চরমপন্থী সেই লোকটির কথা স্মরণ করিয়ে দিয়ে থাকি
যিনি সিয়াটলে দুই সমকামীকে হত্যা করেছিল,
তবে ক্ষমা করবেন।
আমি যদি আপনাকে হাডসনের সেই সৌদি কলেজ শিক্ষার্থীর কথা স্মরণ করিয়ে দিয়ে থাকি
যিনি ধর্মীয় পুনর্জাগরণ চলাকালীন
ছুড়ি দ্বারা একজন ইহুদি শিক্ষার্থীর গলা কেটে দিয়েছিল,
তবে ক্ষমা করবেন।
আমি যদি আপনাকে সেই লোকটির কথা স্মরণ করিয়ে থাকি
যিনি ব্রুকলিনে একটি ভ্যান ভর্তি ইহুদি শিক্ষার্থীদের নিশানা করে
ষোল বছর বয়সী একজন ইহুদী শিক্ষার্থীকে হত্যা করেছিল,
তবে ক্ষমা করবেন।
আমি যদি আপনাকে ন্যাশন অফ ইসলামের সদস্য এলিযাহ মুহাম্মাদকে স্মরণ করিয়ে দিয়ে থাকি
যিনি চারজন শিশুসহ এক পরিবারের সাতজনকে গুলি করে হত্যা করার কার্যক্রম পরিচালনা করেছিল,
তবে ক্ষমা করবেন।
আপনাকে এই সকল ট্র্যাজেডির কথা স্মরণ করিয়ে দেয়ার জন্য আমি সত্যিই ক্ষমাপ্রার্থী
এবং আমি আপনার সততার প্রশংসা করি যে,
সমতা এবং মর্যাদার সঙ্গে আপনি আমাকে একই সমাজে বসবাস করার অধিকার দিয়েছেন
কিন্তু আমি নিজেকে একজন মুসলিম নারী হিসাবে ঘোষণা করার জন্য ক্ষমা চাইব না
আমি ইসলামী বিশ্বাস ধারণ করার জন্য ক্ষমা চাইবো না
কারণ,
ইসলাম অর্থ সহনশীলতা
ইসলাম অর্থ শান্তি
ইসলাম কখনো নির্দোষ মানুষের হত্যা সমর্থন করে না
পবিত্র কুরআনে আল্লাহ্ কখনো হত্যাকাণ্ডকে সমর্থন করেননি
প্রকৃত ইসলাম হিংস্রতা থেকে পবিত্র
ইসলাম সব সহিংসতা অস্বীকার করে।
তারা বিভ্রান্তিকর ব্যক্তি যারা ভিন্নভাবে ভাবছেন
তারা ভাবছেন যে, তারা যা করছেন তা জিহাদ
তারা বিশ্বাস করে যে মুসলমানদের জন্য ইসলাম অবিশ্বাসীদের হত্যা করা বাধ্যতামূলক
তারা নির্দোষ লোককে হত্যা করার জন্য নিজের দেহকে উড়িয়ে দেয়
এবং পুরস্কার হিসাবে বেহেস্ত কামনা করেন
এটি একটি সম্পূর্ণ বিকৃত ধারণা
তারা উন্মাদ
তারা বস্তাবন্ধি ধর্মান্ধ।
ইসলাম মুসলমানদেরকে হত্যা করার অনুমতি দেয় না
ইসলাম মুসলমানদের স্ব-প্রতিরক্ষা যুদ্ধ করতে অনুমতি দেয়
যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে কুরআনে স্ব-প্রতিরক্ষামূলক যুদ্ধের অনুমতি দেয়া হয়েছিল
আর এই অনুমতি শুধু মুসলমানদেরকে অত্যাচার থেকে রক্ষা করার জন্য ছিল না;
বরং খ্রিস্টান, ইহুদি এবং সমস্ত ধর্মের মানুষকে রক্ষা করার জন্য ছিল
যারা পরাক্রমশালী আল্লাহর যত্ন ও তাঁর অধীনে বসবাস করে।
আবারো বলছি,
আমি ক্ষমা চাই
কারণ আমি নাইন এলাভেন এর ভয়াবহ স্মৃতিগুলোকে স্মরণ করিয়ে দিচ্ছি
আমি সব সময় প্রতিটি সন্ত্রাসী হামলা আপনাকে মনে করিয়ে দিচ্ছি
কিন্তু এই আমি সেই আমি নই যে হাজার হাজার মানুষকে হত্যা করেছে
এই আমি কখনো শীতল রক্ত দিয়ে খেলা করিনি
আমি একজন প্রকৃত ইসলাম বিশ্বাসী
যে সবার প্রতি ধর্ম-সহনশীলতার সঙ্গে বসবাস করি
যে জমিন আমাকে সম্মানের সঙ্গে বসবাস করার অধিকার দিয়েছে
যেখানে আমি সমান অধিকার এবং সম্মান নিয়ে একতার সঙ্গে বাস করি,
সে জমিনের প্রতি আম্ পূর্ণ ভালবাসা জ্ঞাপন করি
কিন্তু এ সকল কিছুই আপনার ইন্দ্রিয়কে আন্দোলিত করেনা
কারণ আপনি এটাই বিশ্বাস করেন যে, আমি তাদেরই একজন
আমি জানি, আমি আপনার ব্যথা সৃষ্টিকারী
কিন্তু আপনি জানেন না যে, আপনি আমাকে কতটা ব্যথার সৃষ্টি করছেন।

Add to favorites
775 views