ধৃষ্টতা -
এইচ বি রিতা
Published on: এপ্রিল 25, 2013
এই এক জীবনে, কতবার যে নিজেকে অপরাধী মনে হয়েছে! কতবার যে মানুষ আমার ধৃস্টতা ভুলে ক্ষমার চোখে আমায় জ্বালিয়েছে! যতবার ক্ষমা এসেছে,ততবারই অনুশোচনার আগুনে পুড়েছি। যতবার ছেড়ে গেছে,ততবারই আমার দীর্ঘশ্বাস দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে। একটা সময় মনে হয়েছে আমার দীর্ঘশ্বাসের চেয়ে বড় সড়ক এ শহরে আর একটিও নেই! একা ছিলাম, ভালোই তো ছিলাম। নিঃঙ্গতার মল পায়ে এ উঠুন থেকে ও উঠুন এ ঘুরেবেড়াতাম। নিজের মনে গুন গুন করে গেয়ে যেতাম। হঠাৎ তুমি এলে! কি যে এক ভাললাগায় ছেঁয়ে গেল মন! তোমার আগমন যেন ছিল গরীব কুঠুরীর ঘরে এক ফাঁলি চাঁদের আলো। দূর হতে দেখেই গেলাম শুধু তোমায়; কাছে যাওয়ার ভিষন ভয়। রুগ্ন মনে ঘুনে ধরা বিশ্বাসে কতবার হামাগুড়ি দিয়ে যেতে চেয়েছি তোমার আঙিনায়। অছ্যুত এর মত আলাদা করে রাখা নিজের স্বত্বা কখন যে তোমার পিছন চলতে শুরু করলো। কতবার নিজেকে গুটিয়ে নিয়েছি। কতবার ক্ষুধাকে চেপে গেছি। কোথায় যে ব্যাথা! কোথায় যে স্বস্থি রাখা! জীবনে না মরনে, সয়নে না তোমার চরনে; ঠিক বুঝিনা! আমি আজকাল অনেক কিছুই বুঝিনা।

Add to favorites
1,361 views