দেয়াল -
এইচ বি রিতা
Published on: এপ্রিল 29, 2014
এ শহরের দেয়াল গায়ে ইতিহাস পুষে
অনির্বান সত্য যা নিশ্চুপ নেয় শুষে,
যুগ,কাল, মহাকাল ধরে অন্তর্ভেদী আঘাতের আর্তনাদে
সহস্র বছর ধরে এ শহরের দেয়াল কাঁদে।
এ দেয়ালে কত প্রাচীন কবির নিহত কাব্য গাঁথা
এখানে সমাধীত জহির রায়হানের গোপন না বলা কথা।
ষিশট্টির ছয় দফা, ঊনসত্তুরের গন অভ্যুথ্যান
এ দেয়াল জানে বায়ান্নর ইতিকথা,
ধূসর সময়ের কান্না জমে অন্তর্ভেদী আঘাতে
লাশকাটা ঘরে শহীদ মাতার গগনবেদী মর্মব্যথা।
এ দেয়াল চুপিচুপি আড়ি পেতে
আগরতলা ষড়যন্ত্র ছড়িয়ে দিয়েছে বিষবাস্পে ভস্মীভূত ছাই
নরপতির নির্যাতনে অসহনীয় দংশনে
মুক্তির সংগ্রামে এঁকেছে জাতীর স্বাধীন পদচিহ্ন।
‘‘অপারেশন সার্চলাইট’’ স্ফুলিঙ্গ সে রাতে
স্বৈরাচারী শাসক তবু পায়নি ঠায় প্রভাতে,
এ শহরের দেয়াল সাক্ষী নরকসম সুদীর্ঘ সে দুঃসহ রাতের
ইতিহাস স্তম্ভিত ছিল অচিন্ত্যপূর্ব সে আঘাতে।
আজ সাক্ষী কাঁদে, মানচিত্র কাঁদে
নিদারুন অভিশাপে নদী শুঁকায় নীরবে
স্বার্থপরতার মিছিলে আহতমর্মে
দেয়ালচিত্র আছড়ে পরে অনাহুত বিস্বাদে।
বিপর্যস্ত দেশতন্ত্র,রক্তের তরঙ্গে কুৎসিত লাশ
এ কার শৃঙ্খলে পিষ্ট জাতী আজ তবে
এ দেয়াল কাঁদে নীরবে ক্রমাগত ক্ষীণ শ্বাসে
সংগ্রামী চেতনা হৃদয়ে যাতনা সয়ে।
বহুবছর এ ভুখন্ড,
জেগে উঠেনি প্রতিবাদের চৌকাঠ ডিঙ্গিয়ে
তবে আজ জাগুক আরো একটিবার
দেয়াল শুয়ে পড়ুক পৃথিবীর নতুন উঠোনে
তারপর –
দেয়াল আছড়ে পড়ুক জাতির চোখে-মুখে
আঘাত করুক, বিব্রত করুক, প্রশ্ন করুক
দেশ, জাতী রাষ্ট্র, সমাজ, পৃথিবীকে।
ধূসর সময়ের কান্না জমে অন্তর্ভেদী আঘাতে
দেয়াল আবারো কাঁদে ।

Add to favorites
1,463 views