দ্বায়বদ্ধতা নীলুফা বেগম -
Nilufa Begum
Published on: ফেব্রুয়ারী 9, 2018
পুরুষতান্ত্রিক সমাজের এক নারী আমি
দাসখত লিখে দিয়েছি সেই বিয়ের প্রথম দিনে
স্বাদ-আহ্লাদ, ইচ্ছা-অনিচ্ছার কোরবানি দিয়ে
পেতেছি আমার সংসার।
অকারণ মনোমালিন্যের দরকষাকষি থেকে
সমঝোতার পথকে করেছি সুগম,
কচুরিপানার মত কালের স্রোতে
অনায়াসে ভাসিয়েছি মনের যত আকুতি।
মধ্য রাত জানে, কি অসহায়ভাবে আমার সময় কাটে!
নারী হয়ে নারীর দুঃখ বোঝেনা শাশুড়ি – ননদ
তাদের জন্য জাগেনা কোন ক্ষোভ আমার,
তারাও তো ক্রীতদাসরূপে কাটিয়েছে
তাদের প্রতিবাদহীন জীবন,
যত বার ভাঙতে গিয়েছি এ বলয়
হয়েছি পদদলিত
ভাঙ্গতে পারিনা পুরানো সংস্কারের দ্বার
গড়ার স্বপ্ন তাই স্বপ্নই রয়ে গেছে
পায়নিতো পূর্ণতার স্বাদ।
উপেক্ষার অন্তরালে হারায় স্বপ্নের মালা গাঁথা
পুরুষতান্ত্রিকতার বলয়ে নিজেকে মানিয়ে নেয়া
বেচে থাকার উপলক্ষ এখন শুধু দায়বদ্ধতা।
ফেব্রুয়ারি ৯, ২০১৮।

Add to favorites
485 views