দ্রোহীকন্যা ডার্ক -
এইচ বি রিতা
Published on: আগস্ট 30, 2014
আকাশনীলায় লালীত বহুবছরের দ্রোহ
একদিন প্রবল বর্ষণে ধরাশায়ী হয় ধরনীর জমিনে
বাষ্পে ভস্মীভূত চারিধার দ্রোহবর্ষণে
ছন্দের পতন মিশে একাকার তপ্ত রৌদ্রশিখায়,
ক্রমান্বয়ে জলমগ্ন দিনের তপ্ত রোদে ফুটানো
জলজ জ্বলন্ত আত্মা হয়ে
বাস্পিভুত হয়ে উঠলো দ্রোহীজল।
রক্তে ভেসে গেলো সে জলের দ্রোহ আর
জমিনের বুক চিরে অগ্নুৎপাত ঘটিয়ে জেগে উঠে এক দ্রোহীকন্যা।
জমিন ফেটে আর্তচিৎকারে হামাগুড়ি দেয়া দ্রোহীকন্যা
দেখে সাম্যের পতাকা হাতে নর্দমায় ব্যাংগাচির খেলা
দেখে জয়নুল আবেদীন এর রঙ তুলিতে দ্রোহ
ঘূর্নায়মান জলতরঙে মহাপ্রলয়ের দৌড়ঝাপ।
ক্রোদ্ধ জনতার ভিরে মানবতা লাঞ্চিত
অবাক বিস্ময়ে দেখে,
অবহেলিত আকাঙ্খায় বিদ্রুপ, কিশোরীর নগ্ন মরদেহে কীট
বাতাস পোড়া গন্ধে বুকে লাশের দর
নৈতিকরার গায়ে ছত্রাক জমে জমে বিবর্ণ ইতিহাস।
ঘুণপোকা খুঁটে খায় মানুষের বিবেক
শিকারের খুঁজে এদিক ওদিক চতুর শগৃাল
শাসনতন্ত্রের নামে বিশ্বাসের গোপন ভাঙনে
দ্রোহীকন্যা এগোয় এক পা, দু’পা
হামাগুড়িতে অসমতল বক্ষের রক্তক্ষরণে
দেখে সহস্রাব্দের নিষ্ঠুরতায় সন্নিকটে নিশ্চিত মরণ।
দ্রোহীর স্পর্ধায় ঘূর্ণয়নে জলতরঙ স্থির
মহাপ্রলয়ের অপেক্ষায় নতশির মহাকাল
পোড়া মানুষের ক্ষত, রক্ত, গ্লানি বুকে
দূর কল্পলোক হতে সরল জোছনা হয়ে
জ্বলে উঠে অনির্বান সত্য-দ্রোহীকন্যা।
তবে এখানেই শেষ নয়
অন্যায়ের মুখোমুখি, ক্রমশঃ নিশ্চিত মরণ জেনেও
নব বিস্ফোরণে অগ্নুৎপাত ঘটুক কয়েকশত দ্রোহীর
পাহাড়ী হরিণ ঠিকানা খুঁজে নিক পর্বতশৃঙ্গে
দ্রোহীর গোপন অশ্রু গেঁথে থাকুক উর্ভর জমিনে
জলজ জ্বলন্ত আত্মা হয়ে;
বাস্পিভুত হয়ে উঠুক আরো কয়েকশত দ্রোহী।

Add to favorites
940 views