দয়াল ঠাকুর -
লক্ষ্মণ ভাণ্ডারী
Published on: জুন 11, 2018
দয়াল তোমার শ্রীচরণে ঠাঁই যেন পাই আমি,
তুমি আমার পরম আপন এই তো শুধু জানি।
তব আশীষ মাথায় নিয়ে আমি চলি সংসার পথে,
রক্ষা করেন দয়াল প্রভু আমার আপদে বিপদে।
পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী অনুকূল ঠাকুর,
তব কৃপায় ধন্য যে সবাই সবার দৈন্য হয় দূর।
তুমি আমার প্রাণের ঠাকুর তোমার চলা,তোমার বলা,
তোমার আশীষ মাথায় নিয়ে মোর সংসার পথে চলা।
তব আগমনে ধন্য যে হল বাংলা ও বিহার ভূমি,
জীবন মন্ত্রে মানব যন্ত্ররে চালালে হে প্রভু তুমি।
সত্দীক্ষা নিয়ে তব নামগানে প্রাণে প্রাণে জাগে সাড়া,
শেখালে মানবে ত্যাগের মহিমা জীবনপথের বাঁচা-বাড়া।
তোমার নামে তোমার গানে পুলকিত হয় তনু মন,
হে প্রভু মোর জীবনের সার তুমি যে অমূল্য রতন।
তোমায় পেয়ে ধন্য হল প্রভু আমার এ জীবন,
পাই যেন অন্তিমে প্রভু তব রাঙা যুগল চরণ।

Add to favorites
565 views