দয়া করো দয়াল -
রুপক চৌধুরী
Published on: জানুয়ারী 24, 2022
তোমার অরূপ রুপের প্রেমসাগরে
হলো না আর ডুব দেওয়া,
পাপ নদীতে সাঁতার কেটে কেটে,
কী পেয়েছি শুধু’ই গেলাম ভেবে,
চাইনি কখনো তোমার ভীষণ দয়া ।
খেলছো তুমি আপন মনে,
আড়ালে থেকে সংগোপনে,
রাখছো হিসাব সকল কাজের,
হা-হুতাশে কাটলো আমার বেলা,
তোমায় ভুলি নিত্য আমার চলা ।
তোমার চরণ ধরি নি তাই,
দুর্গতিতে সদায় হারাই,
নিরানন্দের অন্ধকূপে মজি,
মনের আশা হয় না তাই পূরণ,
কৃপাসিন্ধু,মুক্তি হতো করলে তোমায় স্মরণ।

Add to favorites
231 views