ধূসর স্মৃতি -
আসাদুজ্জামান শাওন
Published on: নভেম্বর 17, 2019
ধূসর স্মৃতি
আসাদুজ্জামান শাওন
——————————–
ক্রমশও শীতল হৃদয় হতে বের হয়ে যাচ্ছিলাম
সূক্ষ্মভাবে –
পথ ছিলো বিচ্ছিন্ন; ক্লান্তিহীন পথভ্রমণ,
উদ্দেশ্যহীন এবং পথভ্রষ্ট।
আমরা কেউ কি ব্যথিত হয়েছিলাম সেসময়?
নিমজ্জিত হয়েছিলাম, স্মৃতিতে?
যদিও তখনও মুখোমুখি দাঁড়িয়ে ছিলাম,
বিদায় বলিনি।
পবিত্র ষ্টাইক্স নদী – এর কালো জলে যখন ভেসে যাচ্ছিলো আমাদের দীর্ঘদিনের স্বপ্ন – মৃত্যুপরী টারটারুসে, আমরা কি ভয় পেয়েছিলাম?
মানুষ অদৃশ্য হয়ে যায়
কিন্তু পথ? দীর্ঘপথ – শেষ হয় না!
তুমি আমাকে বলতে পারো কাপুরুষ অথবা আরো অনেক কিছু
যেহেতু,আমি ছিলাম চির অতৃপ্ত।
ছিলাম,ওডিসিয়াসের মতন হতভাগ্য;
হায়, ওডিসিয়াস! আপনার জন্য আমার দুঃখ হয় –
সমুদ্রাধিপতি পোসাইনডনের অভিশাপ নিয়ে
আপনি যখন সমুদ্রে ভেসেছিলেন দশটি বছর;
পোনিলোপী;যে নারী কেঁদেছিলো দীর্ঘ বিশটি বছর – বিরহে, বিষণ্নতায় আর আশঙ্কায় – আপনার জন্য ওডিসিয়াস।
উদ্ভট চিন্তাগুলো আমাকে প্রায়শ নিমগ্ন রাখে
যাদের নিয়ে গবেষণায় লিপ্ত ছিলাম দীর্ঘদিন;
আকস্মিক প্রশ্নগুলো বিমোহিত করত –
বলো, বিচ্ছিন্ন ছিলাম কি আমরা পরস্পর থেকে?
অথচ,আমাদের উদ্দেশ্য ছিলো এক এবং অভিন্ন
পবিত্র প্রেম,দূর হতে দৃষ্টি বিনিময়, অদৃশ্য অনুভব।

Add to favorites
2,762 views