নক্ষত্রের মৃত্যু -
রুপক চৌধুরী
Published on: ফেব্রুয়ারী 3, 2020
মহাশূন্যে মিলে যায়,মহাজাগতিক বস্তুরা কত,
আমাদেরও মনে জ্বলে মিটমিটিয়ে,
কত নক্ষত্রের নান্দনিক দিপ্তী অহোরাতে,
তারাও মরে যায় নক্ষত্রের নিয়ম মেনে,
দিন আসে দিন যায় তারপর;একদিন,
যাকে জীবন ভাবি,বুঝে যাই সেও মরণের প্রতিচ্ছবি,
মৃত্যুই শাশ্বত বুঝিয়ে যায় নক্ষত্ররা নিরালায়,
সহস্র বছর রেখে তার জাগতিক পদচিহ্ন,
কবির কবিতাও বিলীন হয় অজানা জীবাণুর গ্রাসে,
নক্ষত্রের মতো;বুকে নিয়ে মৃত্যুর ক্ষত,
তোমার চোখেতে জ্বলা তারকারা মরে যায় অবশেষে,
আকাশের নক্ষত্রের মতো নিরালায় কতবার,
নিস্তব্ধতা ঢেকে দেয় তখন মহাশূন্যের গালিচায়,
নির্বিকার থেকে যায় যে নক্ষত্ররা বেচে যায়,
অমৃতে একদিন ঘটে যায় বিষক্রিয়া,
তোমার সুনীল চোখেতে দেখা স্বপ্নরা কীটের মতো,
ছিদ্র করে দেয় নক্ষত্রের বুক,
যেখানে চাষের কথা বিশ্বাসের সবুজ সজীব রবিশস্য।

Add to favorites
1,280 views