নদী ও নারী -
রুপক চৌধুরী
Published on: মে 22, 2020
নদী ও নারীর মাঝে অভূতপূর্ব মিল,
নদী যেমন ঢেউ খেলে ছুটে যায় অনন্তপানে,
নারীও তেমনি চুলের বাঁধন খুলে দেয় দুরন্তপনায়,
নদী পলি ছিটিয়ে উর্বর করে চরের জমিন,
কৃষাণীন মুখে ফোঁটায় নিশ্চিন্তের পদাবলী,
বিপুল মৎস বুকে ধারণ করে অবিরত,
জেলের সাহসী বুকে দেয় অফুরন্ত উল্লাসের বার্তা,
পালতোলা নৌকোর পালে স্বপ্ন ধরায় অনুপম স্রোত,
নারীও তেমনি তার সহাস্য মুখের চাহনিতে,
এক অফুরন্ত উৎসবে রাঙিয়ে তুলে গৃহস্থের গরিমা,
মাতৃত্বের আর ভ্রাতৃত্বের চাদরে সিক্ত করে প্রভাত,
উৎসাহ আর উদ্দীপনার খোরাক হয় নিরাশ জমির,
নদী ও নারীর মাঝে দারুণ মিল থাকে,
দুজনাই সমৃদ্ধির সীমাহীন জঠরের পুষ্পিত উদ্যান,
নদী ও নারীর মাঝে অসীম মিল,
নদী আর নারী যখন উগ্র হয় ক্ষুব্ধ হয় রুদ্ররুপে,
হয়রান হয় প্রকৃতি আর বিরাণ হয় পুরুষ ।

Add to favorites
929 views