নন্দীনি- ২ -
Ajmery
Published on: মে 30, 2017
নন্দীনি,
তোর চোখের কোণে কেন জল?
মাথা তুলে দাঁড়া দেখি
তুইতো মৃত্তিকার তৈরী মানুষ
সে কথা কি ভুলে গিয়েছিস বল!
তোর জন্য আয়োজিত হয়েছে জলসা
কেন নাচবি পুতুল নাচ সেথায়?
ঘষে ঘষে কেন হতে হবে ফর্সা?
না হয় হলোনা তোর পানচিনি
কৃষ্ণবরণ কায়া তোর ,তাতে কি!
তোর জীবন তো থেমে যায় নি।
ও ছুড়ি তোর বিয়ে হলোনা
অপয়া বলে যে কূট সমাজ
বলে দে ওদের,
সাদা মেঘেও বৃষ্টি হয় না ।
ওরে কামিনী ,
ভেঙ্গে ফেল তথাকথিত শ্রীঘর
সরিয়ে দেরে সকল ঊর্ণজাল
দূর করে কুজ্বটিকা আলোক কীরট পর।
ধীমতী নারী তুই,সপ্তসুরে বেঁধে হিয়া
দৃঢ় প্রত্যয়ে এগিয়ে চলরে
জ্ঞানের আলোকে নীশিকে কর কাানাঁসোআ।
নিজেকে করিসনা নিলামের পণ্য,
তোর গুণকীর্তন করে কবি মন
পথিক হারায়ে পথ নিজেকে করে ধন্য।
ঐ দেখ,
দিগন্তে নবারণ জাগে
দ্বার খুলে বেরিয়ে আয়রে সই
সাজা পৃথিবীরে তোর অনুরাগে।
রচনা কাল – মে ২৬-২০১৭

Add to favorites
712 views