নসিমন -
হতাশা কুইন
Published on: মার্চ 31, 2016
টিকটিক ঘড়ির কাঁটায় বিরক্তিকর সময়! যেন মাথায় হাতুড়ির অনবরত ঠকঠক শব্দ! জানালার পর্দার ফাঁকে এক ছিটে ল্যাম্পোষ্টের আলোয় যেন আঁধার ঘরে কিছুটা প্রাণসঞ্চার!
দেয়ালে বিশাল আকারের একটি নগ্ন জলছবি। ছবিতে জলপরীর পদযুগলে প্রেমময় নরের হস্তক্ষেপে নিদারুন আলপনা এঁকে যাচ্ছে শৈল্পিক রং-তুলি। ভীষণ আহ্লাদে জলপরীর শরীরের বাঁকে ঢেউ। যেন এমন মায়াময় প্রেম দেখে আজ শরীরে শরীরে হবে কথোপকথন!
হাতের বাম পাশের সাইড টেবিলে কিছু অসুদপত্র, একটি পানীর বোতল। ঘরময় এক আলো-আঁধারীর এক অদ্ভুত বিষন্নতা।
নছিমনের আজ প্রানে ব্যাথা। প্রাণের অসহ্য ব্যাথায় হাড়গোড় গুঁড়িয়ে যাচ্ছে!
মার্চ ৩১, ২০১৬

Add to favorites
2,272 views