নাবিক -
রুপক চৌধুরী
Published on: আগস্ট 15, 2018
এক নাবিকের জন্ম হয়েছিল বলে,
জন্ম হয়েছিল এক স্বাধীন সার্বভৌম নৌকোর,
রক্তাক্ত গঙ্গার বুকে দাঁড় বেয়ে সেই নাবিক,
নৌকোর মাস্তুলে বেঁধেছিল লাল সবুজের পাল,
সাত কোটি যাত্রীর অগণিত স্বপ্নের কাপড়ে বোনা,
সে নৌকোর সুকোমল সুবিশাল ছাউনি,
নৌকার গলুই বসে সে নাবিক আনমনে লিখতো কবিতা,
ভবিষ্যত যাত্রীদের অসাম্প্রদায়িক অভিলাষের,
যেখানে কুলি মজুর,হিন্দু, মুসলিম, বৌদ্ধ আর খ্রিষ্টান,
হাতে হাত রেখে নিঃসংকোচে পাড়ি দেবে,
সুললিত সৌহার্দ্যের সমধুর অলকানন্দ।
সেই নৌকোর পালের দড়ি হবে সমৃদ্ধি আর সম্ভাবনা,
নোঙর ফেলবে সেই নৌকো ভ্রাতৃত্বের হাটে,
নৌকোর তলে কখনো ধরবে না সন্দেহের চিড় ।
অতঃপর একদিন সেই নৌকো পড়লো দস্যুর নষ্টচোখে,
হিংস্রতার সীমাছাড়িয়ে নাবিকের বুকচিরে তুলে নিলো
অগনিত আগমনী স্বপ্নের সুকোমল প্রকোষ্ঠ,
স্বপ্নের নৌকের বুকে হলো নাবিকের আশার সমাধি,
সেই নৌকো ছুটতে লাগলো মাল্লাহীন অকূল পাথারে,
সাঁই সাঁই সুরতলে ইথারে -বিথারে ।
কালে কালে আজোও ছুটছে সেই নৌকো,
সম্ভাবনার মেরুবুকে অগ্রাহ্য করে হিংস্রতার বান,
অন্তরে সজীব রেখে সেই নাবিকের গাওয়া শত-সহস্র,
জারি,সারি, ভাওয়াইয়া আর ভাটিয়ালি গান ।
##
শোক দিবসের শুভেচ্ছ

Add to favorites
546 views