নারী -
Farjana Shanta
Published on: জুলাই 28, 2020
আঁধারে জলন্ত নক্ষত্র
দিবালোকে নিষ্পেষিত,নির্যাতিত
অদম্য যোদ্ধার নাম নারী।
নারী তুমি সুদর্শীতা,সুতর্কীতা
মাতৃ চেতনাময়ী।
তুমি সুভাষিণী, সুকেশিনী
পুরুষো অর্ধাঙ্গিনী।
নারী!
তুমি বহু রুপ ধারণী
কখনো মায়াবিনী,
কখনো বিনোদিনী
আবার কখনো!!
হিংস্র বাঘের শিকারী।
নারী তুমি ধৈর্য্যশীলের দুয়ার,
কখনো কাটাও দিবস-রজনী
বিনে এক ফুঁটো আহার।
নারী তুমি,
স্রষ্টার শ্রেষ্ঠতম উপহার;
তারই সৃষ্টির পুরুষ জাতির প্রহার।
তুমি ছিলে রঞ্জনা;
তবে কে করেছে?
তোমায় আজ বিরঙ্গনা;
স্রষ্টার সেই পুরুষ জাতি!!
তারাই তো আজ বিশ্ব খ্যাতি।
নারী তুমি,
অদম্য সাহসী এক
বীরের জাতি,
যে স্রষ্টার সৃষ্টি জগতের জ্ঞানের জ্যুতি।
নারী তুমি,
এক নিষ্পাপ মাতৃগোষ্ঠী,
পরম আত্মার পরিতৃপ্তি।
তুমি,বদ্ধ অন্ত চক্ষুর মুক্তি।
এই তুমিই;
বেঁচে থাকার নির্মল শক্তি।

Add to favorites
1,973 views