না ছুঁই জল -
Nancy Dewan
Published on: অক্টোবর 4, 2020
রূপে পাগল হইলে বন্ধু
অন্তরে,বাঁন মাররিলা
অন্তরে এমন জ্বালা
কি করে বুঝাবো, তোমারে ?
কচি পায়ে মাখা রাঙা আলতা ।
আরশিতে মুখ আর দেখি না
দেখি,তোমার মুখমন্ডল
রূপে পাগল হইলে বন্ধু
জল না ছুঁই না ছুঁই জল
মোর প্রাণের প্রিয়
তৃস্না মিটলো না মোর
না দেখিলে তোমারে
বিষের বাঁশি, বাজাইয়ানা গো
অচিন দেশের রাজারকুমার
অন্তরে,বাঁন মাররিলা ।

Add to favorites
545 views