নিঃসঙ্গ -
এইচ বি রিতা
Published on: ফেব্রুয়ারী 17, 2013

রাতের আকাশের ওই ঝলমলে তারাটিও কখনো কখনো নিঃসঙ্গ
শান্ত নদীর অবিরাম বয়ে যাওয়া ঢেউটিও নিঃসঙ্গ
একাকী পথে নীরহারা পাখি,অজানায় সূদুরে ঘরহীন বাউল
ভরা পূর্ণিমায় রাতের আকাশ;
লোক সমাজের ভীরে ধর্ষিতা মেয়ে; সম্পর্কের মাঝে
আরো কিছু সুক্ষ ভুল কিংবা মানুষের ভিরে অমানুষ আমি;
সবই নিঃসঙ্গ! সবাই নিঃসঙ্গ।
নিঃসঙ্গতা আমার রন্দ্রে রন্দ্রে ধমনি তে বাজায় সুর;
কিসের আশায় চেয়ে থাকি দৃষ্টি যায় যত দূর!!

Add to favorites
3,299 views