নিরব চিৎকার -
Ajmery
Published on: অক্টোবর 27, 2016
চতুষ্পদী প্রাণীগুলোকে আজ
বশ করেছে পশুত্ব,
বর্ষা স্নাত কদম ফুলের দেশটা
আজ হয়েছে রক্তাক্ত।
দামামা বাজিয়ে আসল দানব
লাশ চাই তার আরও লাশ,
কতজনের কাটলো গলা, গৃহহীন
করে কতজনের করলো সর্বনাশ।
ইসলামের নামধারী ওরা
নেই কোন ইসলামের চেতনা,
আল্লাহু আকবর ধ্বনি তুলে
করলো আল্লাহর অবমাননা।
আফগান জ্বলে, সিরিয়া জ্বলে
জ্বলে ইরাক, বাংলাদেশ,
বাগদাদ, মদিনা জ্বালিয়েও তাদের
জ্বালা মেটানো খেলা হলো না শেষ।
আর কত দেশ জ্বললে পরে
হবে তোমাদের চেতনা,
ঈদের এই খুশির দিনেও ভুলবনা
স্বজন হারানোর বেদনা।
চায়ের টেবিলে, ফেসবুকে ঝড় তুলে
কি লাভ আর হবে বলো,
নাটক শেষে ইশারাতে একনিমিষে
পর্দা নামবে দেখবে চল।
লাশের পর লাশ তার মাঝে
আমার বসবাস,
রক্তে ভেজা ঘাস, রক্তে অভিলাষ।
রক্তাক্ত নদী, রক্তে জমানো ঢেউ,
শুধুই চেয়ে থাকা নিথর নয়নে
আদৌ জাগবে কি কেউ?
আড়াই প্যাঁচ ঘোড়ার চাল দিয়েছে
কি করে জাগতে দিবে,
ক্রন্দন ধ্বনি শুনেও রাজা ঠিকই
পরিশেষে ঘুমিয়ে নিবে।
কি লজ্জা! কি লজ্জা! আজ দেখেও
কিছুই বলার ক্ষমতা রাখেনা কেউ
সব কিছু দেখেও নিরব থাকাই শ্রেয়।
রচনাকাল ৬/৭/২০১৬
উৎসর্গ গুলশান হামলায় নিহত সকলের প্রতি

Add to favorites
2,195 views