নিবেদিতা সমীপে -
আবতাহী চৌধুরী
Published on: সেপ্টেম্বর 30, 2018
নিবেদিতা,
তোমাকে দেয়া নীল স্কার্ফ টা কী এখনো আছে?
যেটা দিয়েছিলাম তোমায় ক্যাম্পাসের সিঁড়িতে বসে।
ভুলে গেছো?যেটা পরে আসতে তুমি,আর আমি অপলক তাকিয়ে থাকতাম তোমার দিকে।
এখনো কী জড়াও স্কার্ফ টা তোমার কাঁধে?
নাকি আমার অন্যসব স্মৃতির মতো ফেলে দিয়েছো আস্তাকুঁড়ে!
তোমাকে দেখি প্রতিদিনই।
সেই একই রাস্তা দিয়ে হেটে যাও
যে পথে দুজন হাটতাম হাতে হাত ধরে।
এখন আর কদম গাছটার সামনে গিয়ে থমকে যাও না তুমি!
যে গাছ স্বাক্ষী হয়েছিল আমাদের ভালোবাসার।
গাছে বসে থাকা পেঁচাটা তাকিয়ে থাকে তোমার দিকে।
যেন সেও বোঝে,বদলে গেছো তুমি।
ক্রমশ বদলে যাওয়া দুনিয়ায় তোমার বদলে যাওয়া টা ছিলো অপ্রত্যাশিত রকমের দ্রুত।
এখনো আমার রাজ্যের অঘোষিত রানী আগের সেই নিবেদিতা।
বদলে যাওয়া তুমি নও!
#আবতাহী_চৌধুরী

Add to favorites
663 views