নিভে যাওয়া সেঁজুতি -
Nilufa Begum
Published on: সেপ্টেম্বর 7, 2018
নিখুঁত শব্দ চয়নে পারদর্শী তুমি, তাই
প্রথম দেখাতেই তোমার মুখে উচ্চারিত হয়েছিল
ভালবাসতে পারবে কি আমাকে?
না, এটা হতে পারে না,
এভাবে ভালবাসা হয় না,
ভালবাসার সম্পর্কে দায়িত্ব বোধ জন্ম নেয়
আমি কোন দায়িত্বে নিজেকে জড়াতে চাই না।
দায়িত্বকে অস্বীকার করতে চাইলেও
তোমার জোর করে আদায় করা
স্বভাবের সাথে জড়িয়ে গিয়েছিলাম;
তোমার ইচ্ছেগুলো আমার ইচ্ছে হয়ে
ড্যান্ডিলিয়নের হলুদ মাদকতায়
বিচিত্র রঙের প্রজাপতিগুলো
আমার আঙিনা সুশোভিত করেছিল;
সেই থেকে তোমার সাথে এক হয়ে
নিজের ভারটাও অন্যের কাঁধে চাপিয়ে দিয়ে
অনেকটাই হালকা হয়েছিলাম বোধহয়;
কিছুদূর হাটার পর বোঝাটা তোমার কাছে
এতটাই ভারী হয়ে গেল যে আচমকা এক
ঝাঁকুনি দিয়ে সেটা নামিয়ে দিলে।
ভালবাসা আর কাঁধের বোঝা, মিলে মিশে
স্রোতহীন নদীতে হাবুডুবু খেতে লাগলো;
হাইফেন দিয়ে জোড়া লাগানোর চেষ্টা থাকলেও
ব্যবধানের দুরত্ব, সমগ্র জমিনটাই
এক এক করে দখল করে নিল;
প্রেম ও বাস্তবতার বলয়ে আটকে পড়া
প্রশ্ন গুলো যখন মনের কোনে
সদুত্তর খুঁজতে ব্যস্ত, ঠিক তখনই
প্রজ্জলিত সেঁজুতি জ্বলতে জ্বলতে
হঠাৎ করেই নিভে গেল।

Add to favorites
541 views