নিরন্তর নদ -
আল-হাজেন মাহমুদ বাবু
Published on: সেপ্টেম্বর 1, 2016
নিরন্তর নদের মতো স্বপ্ন আমার
আঁকা বাঁকা হয়ে বয়ে রয়
জানি না কত অব্ধি পর্যন্ত
এভাবেই বয়ে রয়।
জানি সব স্বপ্ন
স্বপ্নময় হয়েই রয়
তার পর কেন যেন মিথ্যাভাষণ
স্বপ্ন বপন করে রয়।
কেন যে এই স্বপ্নঘোর
দিন দিন আঁকা বাঁকা প্রবাহিত হয়
জানতে চাইলে মনটা
ছটফট করে রয়।
নদ রে তর শেষ,অব্ধি কই
বলনা তুই মোরে
পারলে তুই মোরে
সঙ্গে নিয়ে যারে।

Add to favorites
1,667 views