নিষিদ্ধ কবিতা -
আসাদুজ্জামান শাওন
Published on: ডিসেম্বর 17, 2015
নিষিদ্ধ কবিতা
আসাদুজ্জামান শাওন
—————————–
আর একটু পরই আমার উর্বর মস্তিষ্ক প্রস্তুতি নিবে
একটি নিষিদ্ধ কবিতার জন্ম দেওয়ার বৃথা ব্যর্থতায়।
প্রস্তুত থাকবে আমার নেশার্ত দু’চোখ,
আর আমার কম্পিত হাত।
আঙুলের ফাঁকে বন্দী আসামীর মতন দন্ড প্রাপ্ত একটি কলম,
আর,টেবিলের উপর পড়ে থাকা কয়েক’টি অলেখা পৃষ্ঠা মাত্র।
কয়েক’টি মৃত চিন্তা-ভাবনার অসময়ের স্মৃতির অ্যালবাম্
হাতড়ানোর বিমূর্ত ব্যর্থ অবেলার যুদ্ধ!
জাগতিক চেতনার বাইরে অন্য এক অদেখা স্বর্গে মুখ থুবড়ে পড়ে থাকা,
পরাজিত বির্বণ অতীত।
অতঃপর স্মৃতির কাব্য লেখার ব্যর্থ প্রচেষ্টা,
জন্ম দেওয়া এক কাল্পনিক চরিত্রের,
ও তার রং-চটা ভালোবাসার শেষ অসমাপ্ত অধ্যায়।
স্মৃতির অলেখা পৃষ্ঠায় ঠাঁই পাওয়া-
কয়েক’টি মানেহীন বর্ণের নিরর্থক আন্দোলন,
কয়েক’টি শব্দের অমঙ্গল দিনে মিলনের তীব্র ব্যর্থ প্রচেষ্টা,
অতঃপর একটি বাক্যের অপূর্ণ জন্ম।
কয়েক’টি বাক্যের বিশ্বাস-ঘাতকতার লাল-নীল মিথ্যে সাজানো সংসার!
অতঃপর কোন কবির কান্নার জলে আঁকা ঘর ভাঙ্গার সলিল-সমাধির বাস্তব পোর্ট্রেইট।
বিচ্ছেদে চাপা পড়ে থাকা কোনও কবির শেষ নিশ্চুপ কান্না।
অতঃপর,একটি নিষিদ্ধ কবিতার জন্ম!
বর্ণ,শব্দ আর কয়েক’টি বাক্য দিয়ে গড়া একটি নিষিদ্ধ কবিতা।
যে কবিতার প্রতিটি বর্ণে,শব্দে আর বাক্যে মিশে থাকে-
প্রথম প্রেম,প্রথম দেখা,
প্রথম সে মায়াবী চোখের দিকে তাকিয়ে থাকা অনবরত,
নীল শাড়ীতে প্রেমিকার প্রতিচ্ছবি,
কপালের ঐ কালোটিপ,
প্রেমিকার ঐ গোলাপী ঠোঁট,
এলোচুলে প্রেমিকার বিবর্ণ স্কেচ্,
হাতের রেশমী চুড়ি,
আর এক পায়ে নূপুরের মিথ্যে সপ্তসুর।
প্রেমিকার মিথ্যে হাসি,
প্রেমিকার মিথ্যে প্রতিশ্রুতি,
মিথ্যে করে বলা ভালোবাসি,
মিথ্যে শপথ।
অতঃপর,একটি নিষিদ্ধ কবিতার জন্ম!

Add to favorites
3,094 views