শব্দহীন সারাংশ -
রুপক চৌধুরী
Published on: সেপ্টেম্বর 4, 2021
তুমি বাঁচাতে পারতে তাকে-নয়তো তোমার সান্তনা,
ডাহুকের পাখা ঝাপটানোর পালাক্রম দেখে,
চোখের নেশায় লেগেছিল তোমার গোধূলী,
কাঙ্খিত শাবকের মতো তার কামনায় সুপ্তছিল,
ডোবার অন্তর ভেদ করে বেড়ে ওঠা রকমারি গুল্ম,
তুমি বাঁচাতে পারতে তাকে ইচ্ছে করলেই,
ডানা ঝাপটে ঝাপটে তোমার চরণে কোরেছিল মিনতি,
এই বন্ধী জীবন আমার জন্য নয় নির্মলা
আমাকে দাও তুমি সীমাহীন আকাশ,
যেখানে নক্ষত্র খেলা করে মহাজাগতিক ময়দানে,
উল্কা ছুটে চলে আলোর সিংহাসন বসিয়ে,
রাত্রের নিরবতা ছেদ করে অপার সৌন্দর্যের থালায়,
পাখিটি শরতের ভোর দেখতে চেয়েছিল,
দেখতে চেয়েছিল মৃদ্যু বাতাসে কাশফুলের দোল,
রাত জেগে আওড়াতে চেয়েছিল গালিবের শায়েরি,
তোমার সুতোয় গেঁথেছিল সেই মিনতির মালা,
অথচ তার বসন্ত আড়ষ্ট আজ অবহেলার অভিসারে,
নিশির আখড়ায় বসে সে আর গাইবেনা গান,
তুমি’ই বাঁচাতে পারতে তাকে,
সে তোমায় কবিতা শুনিয়ে শোধ করে দিতো ঋণ,
নয় তোমার হেমন্তের মাঠে,
আজন্ম ঋণী থেকেই মিলতো তার জাগতিক মুক্তি।

Add to favorites
562 views