নীল বাই এমডি আল-আমিন -
কাব্য কবিতা
Published on: ডিসেম্বর 31, 2016
(১)
ও আকাশ, তোকে বুকে নিয়ে শুয়ে আছি
ছুঁতে পারিনা তবু, শুধু দেখে যাই।
মধ্যেখানে বিশাল শূন্যতা , ইচ্ছে করে তোর কাছে যেতে,
সাদা মেঘের হিমেল স্পর্শ নিতে তোর নীলের মাঝে বিলীন হতে,
শুনেছি,
নীল নাকি বেদনার রঙ? তবে কীসের বেদনা তোর?
চাঁদ সুরুজ বুকে নিয়েও কিসের কষ্ট?
কি বললি?
ঐ নীল গুলো আমার না বলা কথা; যা দীর্ঘশ্বাস হয়ে বেড়িয়ে গেছে?
আমার বেদনায় তুই নীলাম্বর!
হা হা হা, হাসালি আমায়! তবে দেরি কেন?
আমাকেও তোর মাঝে নিয়ে যা; তোর নীলে লীন হয়ে যাই!
(২)
তুমি আমার আমৃত্যু দীর্ঘশ্বাস, নিদ্রাহীন গভীর রাতের অবিরত অশ্রুপাত।
তুমি আমার বুকের ভিতরে জমে থাকা কষ্টের মেঘ; যত্নে আঁকা শত স্বপ্নের ধ্বংসাবশেষ।
তুমি আমার চৈত্রের খরা ফাগুন শেষে; তান্ডবে লন্ডভন্ড প্রকৃতি কালবৈশাখীর বেশে।
তুমি আমার সোনালী স্মৃতির সমষ্টি, কষ্টের মেঘ থেকে জ্বরে পরা একরাশ বৃষ্টি।
তুমি আমার পূর্ণিমায় লাগা চন্দ্রগ্রহণ, হৃদয় দহনে সৃষ্ট তীব্র কষ্ট নীরবে সহন।
তুমি আমার বিরহের সুর গানের মাঝে, লেপ্টে থাকা হতাশা কবিতার ভাঁজে ভাঁজে।
তুমি আমার না বলা হজার কথামালা; বিষন্ন মনে স্মৃতির সনে একলা পথচলা।

Add to favorites
1,568 views