পথচলা -
শ্রীকান্ত
Published on: মে 19, 2020
আজ প্রিয়তমার জন্য লিখছি-
লিখছি অভুক্ত পৃথিবীর জন্য।
আজও বলবে- “ভাল অাছি”?
ধরে নেব শৈল্পিক মিথ্যে বলে।
যদি মেনে নিতে বলো মানবো-
যেভাবে মেনেছি জেলিফিশের অমরত্ব।
আমাদের সময় নিস্তব্ধ সাগরেও-
সুখ ছিল, গান ছিল।
আজ হরিন শাবকের খুড়-
দুঃখ আঁকছে সাগরকলমীর ফাঁকে ফাঁকে।
আজ স্বপ্ন-সাধ রঙিন মাস্কে বন্দি-
যেভাবে বন্দী থাকে দিয়াশলাই।
তবু দুঃখ পেয়েও হেসে উঠছি।
আর নির্লিপ্ত হয়ে ভাবছি-
আত্মহত্যাপ্রবন এমন কত শত দিন-
আমরা একসাথে কাটিয়েছি।

Add to favorites
1,342 views