পথশিশু লিখা: মিনা -
Kolpona mina
Published on: মে 29, 2020
পথের ধারে সেদিন দেখলাম পথশিশুটি
ফুল নেবে গো ফুল নেবে বলে গাড়ির সামনে করছে ছুটোছুটি
একটা ফুল নেন স্যার একটা ফুল নেন
ক্ষুধায় যে পেট পুড়ে
জন্মের পর বাপ চলে গেছে ছেড়ে
অকালেই মা আমার চলে গেছে ওপারে
গাড়িতে বসা সাহেববাবু ব্যাস্ত অতি
শোনার কী আর সময় আছে পথশিশুটির আকুতি
শিশুটি যখন দৌড়ে গিয়ে অন্য গাড়ি ধরে
গাড়ির ভেতর বসা মেমসাহেবা ধমক দেয় জোরে ।
সব মানুষদের মতো আমারও নাম পরিচয় ছিলো
পথে হাঁটতে হাঁটতে সব হারিয়ে গেলো
আরো সব শিশুদের মতো আমিও এক শিশু
ভাগ্যের কারণে আজ আমি পথশিশু
অনেকে আবার নাম দিয়েছে টোকাই
জীবনের মানে পথেই খুঁজে বেড়াই
পথেই হাঁটি পথেই ঘুমাই
পথেই করি জীবিকার সন্ধান ।
রেলস্টেশনে ঘুমিয়ে আমি কতো স্বপ্ন দেখি
একটি কুঁড়েঘর , পিতামাতার ভালোবাসার স্পর্শ
নতুন জামা জুতো গায়ে আমার ,কাঁধে স্কুল ব্যাগ, পেট পুরে দু’ মুঠো সাদা ভাত
পুলিশের লাঠিপেটায় ঘুম ভাঙতেই স্বপ্নের হয় শেষ ।
সকালবেলা শিশুরা যখন যায় বিদ্যাপীঠে
আমি তখন ফুলগুলোতে পানি ছিটিয়ে ছুটেছি খাদ্যের সন্ধানে ।
এ গলি ও গলি ঘুরে ঘুরে দিন কেটে যায় আমার
একবেলা ভাত জুটেতো অন্য বেলার নেই খাবার
বৃষ্টিতে ভেজা কাপড় আমার রৌদ্রোতে শুকায়
আমার মতো লাখো পথশিশুর জীবনের গল্প পথেই লুকায়।

Add to favorites
1,166 views