পথ পিচ্ছিলান্তে -
Mk chy rana
Published on: ফেব্রুয়ারী 14, 2017
——————
আকাঙ্খিত প্রতিক্ষণে
জ্যো্ৎস্নার মিশ্রণে
ঝক ঝক করা আয়নার মতো
স্বচ্ছ আলোতে—
ঘন কুয়াশাহীন
পবিত্র পরিব্যপ্ত রজনীতে
উদার নিস্তব্ধতা
শতেক ফুলের মঞ্চতে—
যেন এখই বসন্ত
সময়ের তটরেখা পেরিয়ে
না আসুক গাঢ় আধাঁর
দাড়িঁয়ে অপেক্ষান্তে—
প্রেমময় আগন্তুক
অস্পষ্ট হাস্যে
প্রেয়সী দৃশ্যমান
হউক আখিঁর পলকান্তে—
কুয়াশা ঝরো না
পিচ্ছিল পথ করোনা
প্রেমসুধা পড়ে যাবে
পথ পিচ্ছিলান্তে—

Add to favorites
499 views