পরাবসন্ত -
রুপক চৌধুরী
Published on: এপ্রিল 14, 2018
নাব্যতা হারিয়ে কোন নদী, হারায়নি নদী নাম,
বসন্তদূত ডাকে নি বলে কোন কালে,
ঋতুচক্রের ঘূর্ণন থেকে হয়নি বসন্তের নির্বাণ ।
আমাদের সব মোহ একদিন পথ হারায় জানি,
নতুন পথের বাঁকে খুঁজে পেয়ে নতুন দিশা,
আমাদের ভালোলাগা আর ভালোথাকার রোজনামচা,
নিয়ত ঘুরে ব্যাবিলন থেকে সাহারা মরু,
কিছু শাশ্বত প্রপঞ্চ থেকে যায় স্থির তবু,
উপেক্ষা করে অস্থির পরিবর্তনের চঞ্চল সমীক্ষা ।
সেখানে প্রকৃতি হয়তো স্থবির ,
তথাপি ফুল ফোঁটায় অলিক স্বপ্নের পরাগায়ন,
পত্র শূণ্য বৃক্ষরাজী হেমন্তীন দুর্ভিক্ষে,
তথাপি হৃদয়ের আকুলতা ছড়ায় সুনিবিড় ছায়া,
বিহঙ্গের আনাগোনা নিষিদ্ধ অজানা শাসনে,
উপভোগের ব্যকুলতা তবু,
নিত্য তোলে সেখানে মুগ্ধতার ভৈরবী,
সেখানে কেউ নেই;তবু কেউ আছে,
সেখানে তুমি নেই;তবু তুমি আছ,
সেখানে স্বপ্ন নেই;আবার স্বপ্ন ছাড়া কিছু নেই,
সেখানে সম্প্রীতি থাকে,লাভ লোকসান যাই হোক,
অহোরাত্র গড়ে চলা আমাদের,
সেথা এক সীমাহীন চারু আনন্দলোক ।

Add to favorites
578 views