পরিশেষে মানুষ মরে -
রুপক চৌধুরী
Published on: সেপ্টেম্বর 4, 2021
রক্ত কখনো সাক্ষী দেয় না
কে মুসলিম কে হিন্দু,
পরিচয় দেখে বিমার না হয়
জেনে রেখো এক বিন্দু।
বড়াই করো না ধর্মের নামে
সবাই আমরা মানুষ,
বালাই চিনে না ত্রিপিটক গীতা
তারকাছে সব ফানুস।
কবরে দাফন শশ্মানে দাহ
চলছে বিশ্ব জুড়ে,
নিয়তির কাছে মাথা খুঁড়ে খুঁড়ে
মরছে মানুষ ঘুরে।
কত সন্তান অকালে মরছে
অদৃশ্য শত্রুর তাড়ায়,
কখন কোথায় কার স্বজন
মৃত্যুর কাছে হারায় ।
পথ্যের অভার খাদ্যের অভাব
অভাব চিকিৎসার,
কত গর্বের মানব জীবন
এক নিমিশে’ই অসার ।
দেশে দেশে আজ শংকা বিরাজ
কে শিকার হয় কবে,
ধনীর প্রাসাদ গরীবের ঘর
একাধারে শেষ হবে ।
অহংকারের নাগপাশ ছিড়ে
সকলের হোক হুশ,
প্রার্থনা হোক মানুষের জন্য
মরছে যেহেতু মানুষ ।

Add to favorites
619 views