পরিশ্রমই জীবন -
সুবোধ কুমার শীট
Published on: এপ্রিল 30, 2017
ওগো মেহনতি কর্মজীবী ভাই ও বোন তোমাদের জানাই আন্তরিকত প্রণাম,
তোমাদের নিপূণ দক্ষতার পরিশ্রমে গঠিত এই জ্যোতির্ময় সমাজের সম্মান।
কর্মের মতো কষ্ট আর কষ্টের ফলেই সুখের পুষ্ট,
এটিই জীবনের জলন্ত দীপশিখা, এটিই জীবনের বাস্তব তুষ্ট।
দক্ষতার পরিশ্রমের মোহ মাখিত কোন সৃষ্ট,
তা থেকে যদি চলে যায় দক্ষতার পরিশ্রমের ক্লিষ্ট।
থাকবে পড়ে প্রস্তুতির শুধু সরঞ্জাম খণ্ড খণ্ড,
মানব প্রেম না পেলে সবই হতে পারে নষ্ট।
নতুন রূপ হয়তো আর পাবে না ফিরে,
দক্ষতার পরিশ্রম যদি চলে যায় বহুদূরে।
বর্তমান জীবনে ভাবে যে কর্ম মানে বোঝা,
জগতে টিকে থাকা সাজার চেয়েও বড়ো মজা।
হে তরুণ, এ জীবন শুধু কর্মের তপস্যা,
যেখানে দক্ষতা আশা আর পরিশ্রম ভরসা ।।
রচনাকাল –
নিজ বাসভবন
বুধবার, 17/01/2017,
রাত-08:30,

Add to favorites
641 views